আমার কল্পনার দুর্গা…
আমার কল্পনার অপু…
আজ লুকোচুরি খেলারে ভাই…
লুকোচুরি খেলা…
খুনসুটিতে মত্ত দুইজনায়..
আমবাগানে খেলায় মাতোয়ারা…
তীরন্দাজ অপু….
স্নেহশীলা দুর্গা পুত্রসম ভাই অপুর সঙ্গে তীর-ধনুক খেলাতে সম্মত হল।
কাশের বনে মন্ত্রমুগ্ধা দুর্গা।
কাশের বনে তীর ধনুকে মত্ত অপু..
আত্মহারা দুই ভাই-বোন।দিগন্তবিস্তৃত কাশবনে দুজনে…
বেঁধেছি কাশের গুচ্ছ.
ওই শোনা যায় ঢাকের বাদ্যি……….
পূজোর গন্ধ এসেছে, ঢ্যাং কুরকুর ঢ্যাং কুরাকুর বাদ্যি বেজেছে…….
আজ সবার সাথে আনন্দেতে যাই না বেড়িয়ে…
আহা! কি আনন্দ আকাশে বাতাসে..
ওগো আমার আগমনীর আলো।